রুশ হামলায় সিরিয়ায় ৪৪৮ জঙ্গি স্থাপনা ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত তিন দিনের রুশ বিমান অভিযানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র ৪৪৮ স্থাপনা ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, সমগ্র সিরিয়ায় ১৩৭ দফা অভিযান চালিয়ে এসব স্থাপনা ধ্বংস করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর ক্রোনাশেঙ্কোভ বলেন, গত কয়েক দিনে রুশ অভিযানের সংখ্যা কমলেও লক্ষ্যবস্তুতে হামলার সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে।
তিনি জানান, আলেপ্পো, ইদলিব, দামেস্ক, লাতাকিয়া, হামা এবং রাকাহ্ প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে।
ইগোর ক্রোনাশেঙ্কোভ বলেন, রুশ অভিযানের মুখে সমগ্র সিরিয়ায় সন্ত্রাসীরা রণকৌশলে পরিবর্তন এনেছে। একমাস আগে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেরকম বেপরোয়া ছিল এখন আর তেমনটি নেই। এছাড়া, রুশ এবং সিরিয় সেনা অভিযানের মুখে সন্ত্রাসীরা অব্যাহতভাবে নিজেদের অবস্থান বদল করতে বাধ্য হচ্ছে।- রেডিও তেহরান।
১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�