আন্তর্জাতিক ডেস্ক : গত ছ’মাসে কাশ্মীরে ৮০জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনারা৷ এছাড়াও আরও ১১৫জন জঙ্গি কাশ্মীরে হামলা চালানোর চেষ্টা করছে৷ সম্প্রতি ভারতীয় সেনার একটি রিপোর্টে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷
একইসঙ্গে ওই রিপোর্টে উঠে এসেছে আরও একটি তথ্য৷ এই ১১৫জন জঙ্গির মধ্যে ৯৯জন জঙ্গিই স্থানীয়৷ বাকি ১৫ থেকে ১৬জন জঙ্গি প্রতিবেশী দেশ থেকে ভারতে প্রবেশ করেছ দেশে হামলার ছক কষছে৷
ভারতীয় সেনার ভিক্টর ফোর্সের কমান্ডার মেজর জেনারেল বি এস রাজু জানিয়েছেন, উপত্যকায় জঙ্গি নিধনের জন্য নির্দিষ্ট একটি পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র৷ সেই পরিকল্পনা অনুযায়ীই গত ছয় সাতমাস ধরে উপত্যকায় চলছে এই জঙ্গি নিধন৷
একইসঙ্গে সোপিয়ানে বিজেপি নেতার মৃত্যুর বিষয়টি নিয়েও আলোকপাত করেন তিনি৷ বি এস রাজু জানিয়েছেন, এই বিষয়টি খুবই দু:খজনক৷ উপত্যকায় সেনাদের উপর কোনও আক্রমণ করতে পারছেনা জঙ্গিরা৷ সেই কারণেই সাধারণ মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে৷ যদিও এই ধরণের পরবর্তীকালে ঘটবেনা বলে আশ্বাস দিয়েছেন তিনি৷
তিনি আরও জানিয়েছেন, এভাবে উপত্যকায় জঙ্গি নিধনের কাজ অব্যহত থাকলে, উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে খুব শীঘ্রই৷ ইতিমধ্যেই স্টোন পেল্টিংয়ের মতন ঘটনাগুলোও অনেকাংশে কমে গিয়েছে৷ ভবিষ্যতে উপত্যকার পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেই কারণে ভারতীয় সেনারা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে৷ একইসঙ্গে জয়ৈশ ই মহম্মদের মতন জঙ্গিগোষ্ঠীগুলিকেও নিধন করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সেনারা৷-কলকাতা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস