শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ০৭:৩৫:৪৫

স্কুল শিক্ষক হতে এসেছিলেন তিনজন, ফাঁস হল কুকীর্তি

 স্কুল শিক্ষক হতে এসেছিলেন তিনজন, ফাঁস হল কুকীর্তি

আন্তর্জাতিক ডেস্ক : পেশায় শিক্ষক হতে চান। কিন্তু যে কুকীর্তি করলেন তার জন্য ঠাঁই হবে শ্রীঘরে।

ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিতে এসে মালদহে ধরা পড়লেন তিন জন। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে, একটি ভুয়ো নিয়োগ চক্র এর পিছনে রয়েছে। তিন জন ধরা পড়তেই পুলিশে এফআইআর দায়ের করেছেন মালদহের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিষ কুণ্ডু। ভুয়ো শিক্ষক নিয়োগের চক্রের খোঁজে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

জানা গিয়েছে ভুয়ো ইমেল নিয়ে প্রাথমিক শিক্ষক পদে কাউন্সেলিং করাতে এসেছিলেন তিন জন। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। তিনজনেরই দাবি, প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দেওয়ার জন্য একটি ইমেল-এর মাধ্যমে কাউন্সিলিং-এ ডাকা হয়েছে তাঁদের। সেই ইমেল এবং আবেদনপত্রই জমা দেওয়ার পরে সন্দেহ হয় আশিস কুণ্ডুর। কারণ, জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে, অথচ তাঁর জানা নেই।-এবেলা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে