আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিশাল অভিযান চালিয়েছে রাশিয়ার বিমানবহর। বুকামালের আবাসিক এলাকায় দায়েশ অবস্থানের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
শুক্রবারের অভিযানে রুশ বিমান বাহিনীর এসইউ-২৪ এবং এসইউ-৩৫ বোমারু বিমান অংশ নিয়েছে। এ ছাড়াও এতে অংশ নিয়েছে এসইউ-৩০এসএম, এসইউ-৩৫ এবং মিগ-২৯ যদ্ধবিমান।
সংবাদ সম্মেলনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটি থেকে চালানো হামলায় দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিমান হামলায় বুকামালে দায়েশের অস্ত্র ও গোলাবারুদের গুদাম, জঙ্গি সমাবেশ, শক্তিশালী অবস্থানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সিরিয়ায় দামেস্কে বাহিনীর সন্ত্রাস বিরোধী লড়াইয়ে এ বিমান অভিযান সহায়তা করেছে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস