শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ১০:৩২:০০

চুরি হলো এক ট্রাক আইফোন ১০!

চুরি হলো এক ট্রাক আইফোন ১০!

আন্তর্জাতিক ডেস্ক : টেক জায়ান্ট অ্যাপেলের বহুল আলোচিত আইফোন ১০ বাজারে মুক্তির সাথে সাথেই ট্রাক থেকে চুরি হল। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোতে শপিং মলে পরিবহনের সময় ৩০০ ইউনিট আইফোন টেন চুরি হয়ে যায়। সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই খবরে আরো জানা যায়, তিনজন হুডি পরিহত ব্যক্তিকে সন্দেহ করছে পুলিশ। এই তিনজনই একটি ডজ ভ্যানে করে আসেন। কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ইউপিএসের একটি ট্রাক থেকে তারা চুরি করেন বলে ধারণা অনেকের।

যুক্তরাষ্ট্রে আইফোন ১০ এর দাম ৯৯৯ ডলার। এই হিসাবে চুরি যাওয়া আইফোনের দাম পড়ে প্রায় তিন লাখ মার্কিন ডলার।

গত ৩ নভেম্বর আইফোন ১০ যুক্তরাষ্ট্র সহ ৫০ টি দেশের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে। আইফোন কিনতে দেশগুলোর অ্যাপল স্টোরে ভীড় করছেন হাজারো মানুষ।-সিএনবিসি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে