শনিবার, ০৪ নভেম্বর, ২০১৭, ১০:৫৫:১১

সুন্দরী মেয়েদের অশ্লীল মেসেজ পাঠাতেন অধ্যাপক, অতঃপর...

সুন্দরী মেয়েদের অশ্লীল মেসেজ পাঠাতেন অধ্যাপক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : পেশায় তিনি একজন অধ্যাপক। ২৭ বছর বয়সী স্বর্ণাংশুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সুন্দরী মেয়েদের ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ও অসম্মানজনক মেসেজ পাঠাতেন। কোনও ভাবেই তাকে নিরস্ত করা যাচ্ছিল না।

শেষমেশ কলকাতা পুলিশের ফেসবুক পেজে এক অভিযোগকারিণী এসে কমেন্ট সেকশনে জানান তার নিদারুণ অভিজ্ঞতার কথা। শেষমেশ শুক্রবার সকালে অভিযুক্তকে তার বিরাটির বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

তিনি ততক্ষণে বিপদ আঁচ করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতারি এড়াতে পারেনননি তিনি। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এই ঘটনার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে সমস্ত নাগরিকদের উদ্দেশে আবেদন করা হয়, কোনও রকম হেনস্থার শিকার হলে অবশ্যই সে কথা পুলিশকে জানাতে।

পোস্ট থেকে জানা যাচ্ছে, আইটি অ্যাক্টের ৬৭এ এবং আইপিসি.-র ৩৫৪এ / ৫০৯ ধারায়। তবে দেশের আইন অনুযায়ী, ধারাগুলি জামিনযোগ্য। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে ১০ লক্ষ টাকার জরিমানা ও ৫ বছরের জেল হতে পারে।

পোস্টের তলাতে অসংখ্য মানুষ এসে অভিনন্দন জানিয়ে যান। এমনকী স্বর্ণাংশুর দ্বারা নিগৃহীতা কোনও কোনও মহিলাও এসে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন ও স্বর্ণাংশুর গ্রেফতার করার জন্য কলকাতা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

তবে কমেন্ট সেকশনে কেউ কেউ এমনও দাবি করেন ছেলেরা এই ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, মেয়েরা এমন কাণ্ড ঘটালেও কি একই ভাবে ব্যবস্থা নেওয়া হবে?

যদিও কলকাতা পুলিশের ওই পোস্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন এখানে পুরুষ বা মহিলার নয়, প্রশ্ন ন্যায় বা অন্যায়ের। যে কোনও ধরনের অসভ্যতাই যে বরদাস্ত করা হবে না সে কথা স্পষ্ট জানিয়ে যথাসাধ্য দ্রুত ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া তাদের পক্ষ থেকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে