মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫, ০৪:৪৮:৪২

ইউরোপ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউরোপ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামী শনিবার ইউরোপের কয়েকটি দেশ ইতালি, ভ্যাটিকান ও ফ্রান্সে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। সফরে তিনি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। এ খবর জানিয়েছেন প্রেসিডেন্টের দফতরের গণযোগাযোগ বিষয়ক প্রধান পারভিজ ইসমাইলি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। তিনি আজ (সোমবার) তেহরানে বলেছেন, আগামী শনিবার প্রেসিডেন্ট রুহানি একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন। রোমে তিনি ইতালির প্রেসিডেন্ট সের্জিও ম্যাটারেলা ও প্রধানমন্ত্রী ম্যাটেও রেনযির সঙ্গে সাক্ষাৎ করবেন। সেইসঙ্গে তিনি ইতালির পুঁজি বিনিয়োগকারী ও শীর্ষ পর্যায়ের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। ইসমাইলি জানান, ইতালি সফর শেষে প্রেসিডেন্ট রুহানি যাবেন ভ্যাটিকান সফরে। সেখানে তিনি পোপ ফ্রান্সিস ও প্রধানমন্ত্রী আর্চবিশপ পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউরোপ সফরের শেষ পর্যায়ে ফ্রান্স সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে ১৬ নভেম্বর তিনি ইউনেস্কোর শীর্ষ ফোরামে ভাষণ দেবেন। এ ছাড়া, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে ড. রুহানির বৈঠক হবে ১৭ নভেম্বর। ১০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে