আন্তর্জাতিক ডেস্ক: লালুপ্রসাদের ছেলের বিতর্কিত ছবি ফাঁস করল জেডিইউ। আর সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই বেজায় বেকায়দায় পড়েছে আরজেডি। ছবিতে দেখা যাচ্ছে, বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এক সুন্দরীর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। তার থেকেও বড় কথা নিষিদ্ধ পানির বোতল হয়ে যাওয়া বিহারে তেজস্বীর পিছনে শোভা পাচ্ছে। স্বাভাবিকভাবেই এই ছবি ছড়িয়েছে বিতর্ক।
সাংবাদিক বৈঠক করে ঢাকঢোল পিটিয়ে ছবিটি প্রকাশ করে জেডিইউ। তাদের মুখপাত্র বলেন, ‘আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বিহারের ইউথ আইকন কেমন দিব্যি ফুর্তিতে রয়েছেন। তেজস্বীর এমন রঙ দেখে আমরা চিন্তায়। এই সংস্কার কি তিনি তাঁর বাবা লালুপ্রসাদের কাছ থেকে পেয়েছেন। ‘
তেজস্বী অবশ্য দ্রুত অস্বীকার করেন সব অভিযোগ। তাঁর দাবি, তিনি নীতীশ কুমারের আমলের একাধিক দুর্নীতির পর্দাফাঁস করেছেন, বেআইনি মদের ব্যবসার রমরমার কথা বলেছেন। তাই এভাবে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনিও ট্যুইটারে ওই ছবিটিই প্রকাশ করে দাবি করেছেন, ২০১০-এর আইপিএলে আফটার ম্যাচ পার্টিতে কোনও ফ্যানের আবদারে ছবিটি তোলা হয়।-কলকাতাটোয়েন্টিফোর
এমটিনিউজ২৪ডটকম/ আ শি/ এএস