রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৯:৩৭:০২

ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে সৌদি আরবে?

ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে সৌদি আরবে?

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি ক্ষেপণাস্ত্র ইয়েমেন থেকে সৌদি আরবে নিক্ষেপ করা হচ্ছে? এমন প্রশ্ন ওঠেছে। কিন্তু ইরান সেটা নাকচ করে দিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেয়ার মার্কিন অভিযোগ সত্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারেই ভিত্তিহীন অভিযোগ করেছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এক প্রতিক্রিয়ায় আজ (রোববার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দিয়েছে। আইআরজিসি'র প্রধান এ প্রসঙ্গে বলেছেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের অপবাদ নতুন কিছু নয়। এর আগেও তারা একই কাজ করেছে।

মেজর জেনারেল জাফারি বলেন, ইরানের পক্ষে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব নয়। ইয়েমেন তাদের নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। আগের চেয়ে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বেড়েছে।

সৌদি আররে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে সাদ হারিরির সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ইসরাইল ও সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন। গত শনিবার পদত্যাগের ঘোষণা দিয়ে সা'দ হারিরি দাবি করেছেন, ইরান আরব দেশগুলোতে হস্তক্ষেপ করছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে