সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ১২:২৬:৩৯

ট্রাম্প প্রেসিডেন্টের মানেই বোঝে না : বুশ

 ট্রাম্প প্রেসিডেন্টের মানেই বোঝে না : বুশ

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মানেই বোঝে না বলে মনে করেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

মার্ক আপডেগ্রোভের লেখা ‘দ্য ল্যাস্ট রিপাবলিক্যান’ নামের বইয়ে তার বরাত দিয়ে এ কথা বলা হয়েছে। এই বইয়ে তিনি জুনিয়র বুশ ও তার বাবা জর্জ এইচ ডব্লিউ বুশের বক্তব্য তুলে ধরেছেন। বইটি চলতি মাসেই প্রকাশিত হবে।

ডব্লিউ বুশের মতে, একজন প্রেসিডেন্ট কখনও তার রাগকে সকলের সামনে জাহির করবে না। রাগকে অবদমন করে সেটাকে ইতিবাচকভাবে রাষ্ট্রের কাজে লাগাবে।

ট্রাম্পকে তুষারপাতের সঙ্গে তুলনা করে সিনিয়র বুশ বলেছেন, ট্রাম্প যে একজন বিরক্তিকর ব্যক্তি সেটা স্পষ্ট। আমি ব্যক্তিগত ভাবে তাকে পছন্দ করি না। তার অনেক অজানা বিষয় সম্পর্কে আমি জানি।

আমি এটাও জানি ট্রাম্প সত্যিকারের একটি বিরক্তিকর ও অহংকারী ব্যক্তি। সে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হওয়াতে আমি মোটেও উত্তেজিত না।

বইটির নির্বাচিত কিছু অংশ প্রকাশ করেছে আমেরিকার কিছু গণমাধ্যম। বইটিতে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে ‘ব্লোহার্ড’ শব্দটি ব্যবহার করেছেন।

অক্সফোর্ড ইংরেজি অভিধান অনুযায়ী, শব্দটি আত্মম্ভরিতায় ভোগা কিংবা তর্জন-গর্জন করা লোকজনকে বোঝাতে ব্যবহৃত হয়। সাধারণত কাউকে অপমান করতে এটি ব্যবহার করা হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে