সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ১২:৩০:০৫

দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স বিন আলওয়ালিদ বিশ্বের ৪৫তম ধনী

দুর্নীতির অভিযোগে আটক প্রিন্স বিন আলওয়ালিদ বিশ্বের ৪৫তম ধনী

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতিবিরোধী কমিটি দুর্নীতির অভিযোগে যে ১১ জন প্রিন্সকে আটক করেছে, তাদের মধ্যে অন্যতম হলেন কোটিপতি ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। ২০১৭ সালে প্রকাশিত ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় ৪৫ নম্বরে রয়েছেন তিনি।

সৌদি এই প্রিন্সের মোট সম্পদের পরিমাণ ১৭.২ বিলিয়ন ডলার। তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং ‘সিটি গ্রুপ সিএন’, মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের নিউজ করপোরেশন এবং সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানার বড় ধরনের অংশীদার।

চলতি বছরের আগস্টে তুরস্কের উপকূলীয় এলাকা সফরে যান প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। মাত্র এক সপ্তাহ ছুটি কাটাতে তুরস্কের একটি রিসোর্টে আলওয়ালিদ খরচ করেন পাঁচ লাখ ৫৮ হাজার পাউন্ড, বাংলাদেশি টাকায় যার পরিমাণ পৌনে ছয় কোটি।

এসময় তার ভ্রমণসঙ্গী ছিলেন পরিবারের লোকজন, কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা রক্ষীদল। ১৪ আগস্ট তাকে বহনকারী প্রাইভেট বিমানটি যখন তুরস্কে পৌঁছায়, তখন সেটি থেকে নামানো হয়ে অন্তত ৩০০ টি স্যুটকেস। পরে সেগুলো হোটেলে নিয়ে যাওয়া হয় ট্রাকে করে।

৬২ বছর বয়সী আলওয়ালিদ বিন তালালের শখ সাইকেল চালান। তাই সঙ্গে করে আনেন অন্তত ৩০টি বাইসাইকেল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে