আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানায় ধর্মীয় পরিচয় জানতে বাসস্টপেজে সবার সামনে প্যান্ট খুলতে বাধ্য করা হলো এক যুবককে! সম্প্রতি এই ন্যাক্কারজনক ঘটনা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং দেশটির সংখ্যালঘুদের জন্য মানসিক পীড়নের কারণ হয়ে দেখা দিয়েছে।
ধর্মীয় পরিচয় জানতে সবার সামনে কাপড়/প্যান্ট খুলতে বাধ্য করা হলো যুবককে! সোমবার নবভারতটাইমস.কম জানায়, স্থানীয় একটি ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা এই অমানবিক আর অবমাননাকর কাণ্ড ঘটায়।
তবে সংগঠনটি কোন ধর্মানুসারী তা উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ঘটনার শিকার ওই যুবক ও তার সঙ্গে থাকা তরুণী পরস্পর আলাদা ধর্মের অনুসারী এবং স্বজনদের অমতে বিয়ে করেছেন- এই বিষয়টিকে সামনে রেখেই উগ্র ধর্মবাদীরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
তারা ওই যুবককে তার ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করলে তিনি জানাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সংগঠনের কর্মীরা তাকে বেদম মারপিট শুরু করে। একপর্যায়ে অস্ত্রের মুখে তার প্যান্ট খুলে দেখাতে বাধ্য করে।
সম্প্রতি হরিয়ানার রেবারি এলাকার এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর নির্যাতিতদের শাসিয়ে দেয় ওই সংগঠনের কর্মীরা। তারা রেবারি এলাকায় গত ১০ মাস ধরে বসবাস করছিলেন।
এমটিনিউজ২৪/এম.জে/এস