সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:০৮:২৩

ডিসেম্বরেই ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি! নরেন্দ্র মোদিকে চিঠিতে সতর্কবার্তা

ডিসেম্বরেই ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি! নরেন্দ্র মোদিকে চিঠিতে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : এ বছরের শেষে অর্থাত্‍ ডিসেম্বর মাসে ভারত মহাসাগরে ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি। এর জেরে ভারত-পাকিস্তান সহ এশিয়ার সাতটি দেশের জন্য বড় বিপদ অপেক্ষা করে রয়েছে বলে জানিয়েছেন বাবু কালাইল নামে এক ব্যক্তি।

শুধু জানানোই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত সেপ্টেম্বরেই এই মর্মে তিনি চিঠি দিয়েছেন। দাবি, এই মানুষটির ষষ্ঠ ইন্দ্রিয় নাকি অত্যন্ত প্রবল। তিনি আগে থেকে সুনামির প্রলয় বুঝতে পেরেই সাবধান করে চিঠি দিয়েছেন।

যে সাতটি দেশের কথা তিনি বলেছেন সেগুলি হল - ভারত, চীন, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, জাপান, আফগানিস্তান।

বাবু কালাইলের চিঠি পড়ে অনেকে হাসলেও ভারত সরকার গুরুত্ব দিয়ে চিঠিটি পর্যালোচনা করছে। এমনকী কোনও কোনও দেশ, দুর্যোগ হলে তার কীভাবে মোকাবিলা করা হবে সেই প্রস্তুতিও নাকি নেওয়া শুরু করে দিয়েছে। কালাইল বলেছেন, ডিসেম্বরে শেষদিনে অর্থাত্‍ ৩১ তারিখ এই সুনামি আসবে।

এদিকে এই সুনামি আতঙ্ক গ্রাস করেছে প্রতিবেশী পাকিস্তানকেও। সেদেশের বিপর্যয় মোকাবিলা দফতর নাকি ভূমিকম্প ও সুনামি মোকাবিলায় জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। ভূবিজ্ঞানীদের আপতকালীন তত্‍পরতায় পরিস্থিতির উপরে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে