সোমবার, ০৬ নভেম্বর, ২০১৭, ০৯:২৩:০৪

ছেলে-বউয়ের অত্যাচারে ফুটপাথে ৯০ বছরের বৃদ্ধ বাবা!

ছেলে-বউয়ের অত্যাচারে ফুটপাথে ৯০ বছরের বৃদ্ধ বাবা!

আন্তর্জাতিক ডেস্ক :  দিনের পর দিন ছেলে-বউয়ের অত্যাচারের শিকার হয়েছেন বৃদ্ধ ভোলা দাস। তিনজন ছেলে থাকার পরও বৃদ্ধ পিতাকে কাটাতে হচ্ছে খাদিমপুরের সংলাপ ক্লাব পাড়ার ফুটপাতেই। এলাকার মানুষ দয়া করে কিছু খেতে দিলে তবেই ক্ষুধা নিবারণ হচ্ছে তাঁর।

বৃদ্ধের বয়স প্রায় ৯০ বছর। বৃদ্ধের বাড়ি বালুরঘাট শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অটোইর গ্রামে। ১১ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে বালুরঘাটের বঙ্গী এলাকায় দুই ছেলে রাজা দাস ও সোনা দাসের ভাড়াবাড়িতেই থাকতেন তিনি।

জানা গিয়েছে, দুই ছেলের বউ বৃদ্ধকে ঠিক মতো দেখাশুনো করত না। পেট ভরে খেতেও দেওয়া হতো না তাঁকে। এমনকী ছেলেরা কাজে বাইরে চলে গেলে, তাঁর উপর পুত্রবধূরা রীতিমতো অত্যাচার করত। মাঝে মাঝে ৯০ বছরের বৃদ্ধকে মারধরও করা হতো বলে অভিযোগ।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে