আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগে আটক সৌদি প্রিন্স ও ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আটক ব্যক্তিদেরকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের মামলা চলবে।
সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, জব্দ সেসব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে দুর্নীতির সম্পর্ক পাওয়া যাবে সেগুলো থেকে অর্থ নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
শনিবার রাতে সৌদি আরবে দুর্নীতিবিরোধী একটি সংস্থা গঠন করা হয় এবং এর কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ১১ জন প্রিন্স ও সাবেক এবং বর্তমান ৩০ জন মন্ত্রীকে আটক করা হয়। দুর্নীতিবিরোধী এ সংস্থার প্রধান করা হয়েছে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস