মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ১২:৪৩:৪২

টাকার লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে তরুণ যুবকের!

টাকার লোভে ৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে তরুণ যুবকের!

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা বিয়ে করেন ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে। এটা প্রেমের বিয়ে ছিল না। ওই বৃদ্ধার ‘স্বামী’ হিসেবে স্বীকৃতি পেলে তার মরার পর পেনশনের টাকার মালিক হওয়া যাবে এই আশায়।
 
বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।

ওই তরুণ এখন আবেদন করেছেন দেশটির সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।
এমটিনিউজ/এসবি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে