মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ০৯:৩৪:১৩

সৌদি আরবে নতুন মন্ত্রীদের শপথ, কে পেলেন কোন দায়িত্ব?

  সৌদি আরবে নতুন মন্ত্রীদের শপথ, কে পেলেন কোন দায়িত্ব?

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির অভিযোগ আটক মন্ত্রীদের আপাতত আর ফেরার রাস্তা রাখলেন না সৌদি আরবের বাদশাহ সালমান। সোমবারই বরখাস্ত হওয়া অভিযুক্ত মন্ত্রীদের জায়গায় এক ঝাঁক নতুন মন্ত্রীর শপথবাক্য পাঠ করান তিনি।

প্রিন্স মিতেব বিন আবদুল্লার জায়গায় জাতীয় নিরাপত্তা বিভাগের নতুন প্রধান হয়েছেন প্রিন্স খালেদ বিন আয়াফ আল–মাকরিন। আদেল ফাকিয়ের জায়গায় নতুন অর্থনীতি এবং পরিকল্পনা মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল তুয়াজিরি। এছাড়া বাকি বরখাস্ত হওয়া মন্ত্রীদের জায়গাতেও নতুন নিয়োগ করেছেন বাদশাহ।

বিশ্বকে সরকারের নতুন নিয়োগ সম্পর্কে জানাতে সরকারি সংবাদমাধ্যমে সেই ছবিও প্রকাশ করেছে সৌদি আরব। ওই ছবির সঙ্গেই লেবাননের বিদায়ী প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করা হয়েছে বাদশাহর অফিসের পক্ষ থেকে।

এদিকে, কোটিপতি প্রিন্স আলওয়ালিদ বিন তালালের গ্রেফতারির পর এখন টলমল সৌদি আরবের অর্থনীতি, জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যাপল, টুইটার, সিটি গ্রুপের মতো একগুচ্ছ বহুজাতিক কোম্পানির সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে তালালের কিংডম হোল্ডিং কোম্পানি বা কেএইচসি–র। কোম্পানির পক্ষ থেকে সোমবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, কর্তৃপক্ষ সরকারের আস্থা ভোটের ফলাফল মেনে নেবে। একইসঙ্গে কোম্পানির অংশীদারদের প্রতিও তারা দায়বদ্ধ। তাই বিনিয়োগ এবং ব্যবসায়িক লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। ‌
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে