মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০১৭, ১১:০১:৪১

বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি হবে: ওয়াসিম রিজভি

বাবরি মসজিদের জায়গায় রামমন্দির তৈরি হবে: ওয়াসিম রিজভি

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের অযোধ্যা সমস্যা নিয়ে সমঝোতা খসড়া ডিসেম্বরের মধ্যে তৈরি করার ফতোয়া দিল উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল।

তাই ওই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর। শান্তিপূর্ণ সমঝোতার পাশাপাশি সেখানে রামমন্দির তৈরি করার জনমত গড়ে উঠেছে বলে জানান শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি। মঙ্গলবার এই কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আমি সবপক্ষের সঙ্গে কথা বলেছি। আর তারপরেই এই সমস্যার সমাধানে বোঝাপড়ার মাধ্যমে খসড়া প্রস্তাব তৈরি করতে বলেছি। আমি আশা করছি আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তা তৈরি হয়ে যাবে। তাছাড়া বোর্ড চায় না সেখানে মসজিদ তৈরি হোক। বরং মুসলিম অধ্যুষিত এলাকায় তা করা হোক।'

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট ২.৭৭ একর বিতর্কিত জমির তিন ভাগে ভাগ করে দিয়েছিল। সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রাম লাল্লা সংগঠনের মধ্যে। যদিও শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মনে করেন, বিতর্কিত এই জমির বিভাজন বাস্তবসম্মত নয়।

তাছাড়া এইভাবে শান্তি দীর্ঘস্থায়ী হবে না। যদিও এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়। শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভির সঙ্গে বৈঠকে রবিশঙ্করের।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে