বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৮:৪৮:০২

সৌদি আরবে বন্দী করে রাখা হয়েছে ইয়েমেনের প্রেসিডেন্টকে!

সৌদি আরবে বন্দী করে রাখা হয়েছে ইয়েমেনের প্রেসিডেন্টকে!

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বিহ মনসুর হাদি ও তার ছেলেরা রিয়াদে গৃহবন্দী রয়েছেন। সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে প্রভাবশালী ব্যক্তিদের ধরপাকড় চলার মধ্যে তাদের গ্রেফতারির খবর জানা গেল।

খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এডেন বিমানবন্দরের নিয়ন্ত্রণ দখল করার পর হাদি দেশটির কর্মকাণ্ডকে দখলদারের অনুরূপ বলে অভিযোগ করার পর তাকে গৃহবন্দী করা হয় এবং তাকে দেশে ফিরতে বাধা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি কর্মকর্তারা হাদি, তার ছেলেদের ও কয়েকজন মন্ত্রীকে রিয়াদ থেকে দেশে ফিরতে বাধা দেয়া হচ্ছে বলে খবরকে নিশ্চিত করেছেন। একজন কমান্ডার বলেন, ‘সৌদিরা হাদি ও তার সরকারের কর্মকর্তাদের ওপর এক ধরনের গৃহবন্দিত্ব আরোপ করেছে। হাদি দেশে ফেরার কথা বললে তাকে বলা হয়, সেখানে ফিরে যাওয়া তার জন্য নিরাপদ নয়, ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করতে পারে এবং সৌদিরা তার জীবনের ব্যাপারে আশঙ্কা করছে।’

ইযেমেনি কর্মকর্তারা বলেন, হাদি ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বৈরিতার কারণে হাদির দেশে ফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি নেতৃত্বে ইয়েমেনের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের অন্যতম শরিক দেশ হচ্ছে আমিরাত।

অজ্ঞাত সূত্র মিডলইস্টস আইকে জানায়, চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদের সাথে হাদির কথাকাটাকাটির পর থেকে গত কয়েক মাস ধরে হাদি গৃহবন্দী রয়েছেন। গত মে মাসে সূত্র মিডলইস্ট আইকে জানায়, আমিরাত এডেন বিমানবন্দর নিয়ন্ত্রণের জন্য ইয়েমেনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার পর ইয়েমেনি প্রেসিডেন্ট দেশটিকে তার দেশে মুক্তির পক্ষে লড়াইকারী নয়, দখলদার বলে অভিযুক্ত করেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে