বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৬:১৫:১৮

ঘন কুয়াশায় একের পর এক গাড়ি দুর্ঘটনা, প্রাণভয়ে চিৎকার ও বাঁচার আর্তি!

ঘন কুয়াশায় একের পর এক গাড়ি দুর্ঘটনা, প্রাণভয়ে চিৎকার ও বাঁচার আর্তি!

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা ভারতের আগ্রা-দিল্লি যমুনা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্যতে নেমে যাওয়াতেই ঘটে ওই দুর্ঘটনা।

জানা যাচ্ছে, ঘন কুয়াশার জেরে আচমকাই একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষ শুরু হয়। শুধু তাই নয়, উল্টো দিক থেকে আসা গাড়িগুলিও একে অপরকে ধাক্কা মারতে শুরু করে। কুয়াশার জেরে কিছু দেখা না যাওয়ায় প্রাণভয়ে চিৎকার জুড়ে দেন যাত্রীরা।

চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে, কোনওক্রমে দুমড়ানো মোচড়ানো গাড়িগুলি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছে কমপক্ষে ৬ জন। আর ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়।

১৩টি গাড়ির একসঙ্গে সংঘর্ষ হয়। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে এই গাড়িগুলি একটার সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। দানকৌরের এসএইচও ফারমুদ আলি জানিয়েছেন, দুর্ঘটনাটি দুদিকের লেনেই হয়েছে। বুধবার ভোরে ওই সময় পাঁচটি গাড়ি আগ্রার দিকে যাচ্ছিল এবং ৮টি গাড়ি দিল্লির দিকে।

যমুনা এক্সপ্রেসওয়ের ওপরই একটি ফ্লাইওভারের কাজ চলায় দুই দিকেরই রাস্তার ওপর ডাইভার্সান করা হয়েছিল। রাস্তা যেখানে ঘোরানো হয়, সেখানে রিফ্লেক্টর বসানো থাকলেও ঘন কুয়াশার কারণে তা দেখতে পাননি চালক।

আচমকা সামনে ওই ব্যারিকেড দেখতে পেয়ে সজোরে ব্রেক কষেন প্রথম গাড়ির চালক। তার গাড়ি থামলেও পরের গাড়িগুলি সময়মত থামাতে পারেননি চালকরা। পরপর গাড়িতে ধাক্কা লাগতে থাকে।

এই দুর্ঘটনার পর বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হলেও বেশি ক্ষতিগ্রস্থ কয়েকটি গাড়ি অনেক বেলা পর্যন্ত ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ভোর ৬.৩০ নাগাদ এই ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় আগ্রা-দিল্লী যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে