বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৮:১৭:০২

আমেরিকাকে বাদ দিয়ে ইরানের বন্ধু হোন: সৌদিকে রুহানি

আমেরিকাকে বাদ দিয়ে ইরানের বন্ধু হোন: সৌদিকে রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিহার করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের প্রতি অতিরিক্ত বিশ্বাসের জন্য রিয়াদকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার মন্ত্রী পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর উন্নয়নে ইরানের দৃঢ় সমর্থনের কথা পুর্নব্যক্ত করেন। তিনি বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া আমরা অন্যকিছু ভাবতে পারি না। আরো স্পষ্ট করে বলতে গেলে এর কোনো বিকল্প নেই।’

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ‘সৌদি আরব যদি মনে করে ইরান নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইল তাদের প্রকৃত বন্ধু তাহলে সে ভুলের মধ্যে রয়েছে। ইরান বিষয়ে রিয়াদের এ ধরনের মনোভাব একটি কৌশলগত ভুল এবং ভুল হিসাব-নিকাশ।’-পার্সটুডে
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে