বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৮:৫৮:৪৫

মৃত্যুর ভয়ে সেদিন কেঁদে ফেলেছিলেন নরেদ্র মোদি, এখন কী করবেন?

মৃত্যুর ভয়ে সেদিন কেঁদে ফেলেছিলেন নরেদ্র মোদি, এখন কী করবেন?

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের ৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে নিষিদ্ধ হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। এই সিদ্ধান্তের কারণে গত এক বছরে দেশের বহু মানুষের প্রশংসা যেমন কু়ড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবার সাধারণ মানুষের হয়রানির কথা ভেবে অনেকে আবার তীব্র সমালোচনাও করেছিল। এর পরে এই সমালোচকদের জবাব দিতে গিয়ে প্রকাশ্য জনসভায় কেঁদে ফেলেছিলেন মোদি। আর সেটা মৃত্যু ভয়ে।

এর ঠিক ক'দিন পরেই ২০১৬ সালের ১৩ নভেম্বর গোয়ার মোপায় নতুন এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলেন মোদি। সেখানেই একটি জনসভায় তার বক্তব্য ছিল গুরুত্বপূর্ণ, কারণ দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পরে সেটাই ছিল মোদির প্রথম প্রকাশ্য বক্তৃতা। সেখানেই কালো টাকা নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন মোদি।

সেদিন নোট বাতিল প্রসঙ্গ টেনে মোদি বলেন, ''৮ নভেম্বর রাত্রে কিছু মানুষ নিশ্চিন্তে ঘুমিয়েছেন, আর কিছু মানুষের এখনও রাতে ঘুম হচ্ছে না। কালো টাকার বিরুদ্ধে সত্‍ দেশবাসীর লড়াইয়ের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চেয়েছিলাম, যাতে কালো টাকার কারবারিদের পরাস্ত করা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ তাদের নিজেদের জগতে বিলীন হয়ে রয়েছেন। ভারতে যদি কোনও টাকা লুঠ হয়, এবং সেই টাকা যদি বিদেশ পাড়ি দেয়, তাহলে সেই টাকা খুঁজে বের করা আমাদের দায়িত্ব।''

নিউজ আর্কাইভ বলছে, এর পরে মোদি বলে চলেন, ''কোনও উচ্চপদে বসার জন্য আমার জন্ম হয়নি।'' এর পরেই আবেগে গলা বুজে আসে নরেন্দ্র মোদির। থেমে থেমে, অনেকটা সময় নিয়ে তিনি বলে চলেন, ''আমার যা কিছু ছিল- আমার পরিবার, আমার বাড়িঘর- সব আমি ছেড়ে এসেছি দেশের জন্য।'' হাততালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা, ''মোদীজি কী জয়' আওয়াজ উঠতে থাকে। মোদীর চোখে তখন চিকচিক করছে জল।

মোদি আরও বলে চলেন, ''আমি নিজেও কষ্ট পাচ্ছি। যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্বেচ্ছাচারী পদক্ষেপ নয়। আমি নিজের চোখে দারিদ্র্য দেখেছি, সাধারণ মানুষের কষ্ট আমি বুঝি।''
নিজের সমালোচকদের এক হাত নিয়ে মোদী বলেছেন, ''আমি জানি কারা আমার বিরোধিতা করছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, আমার সর্বনাশ করবে। কারণ, ৭০ বছর ধরে যে লুঠের সম্পত্তি তারা সঞ্চয় করেছিল, আমার জন্য সেই সম্পদের ভবিষ্যত্‍ এখন অন্ধকার।''

কিন্ত আজ আর সেই মোদি হাওয়া নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, নিজের সমালোচকদের চুপ করানোর জন্য ভাল রাস্তা নিয়েছিলেন মোদি। আবেগ মিশিয়ে দেশবাসীর মন জিতেছিলেন কিন্তু এখন আর সেই হাওয়া নেই। মানুষ নোট বাতিলের ভোগান্ত পোহালেও তার ফল দেখতে পাননি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে