বুধবার, ০৮ নভেম্বর, ২০১৭, ০৯:০৮:২০

সৌদি আরবে ১২ হাজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

সৌদি আরবে ১২ হাজার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে ১২ হাজার সৌদি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সৌদি সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ব্যক্তিগত ও কোম্পানির এ অ্যাকাউন্টগুলো জব্দ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। খবর মিডল ইস্ট মনিটর।

দেশটির ব্যাংকার ও আইনজীবীদের ধারণা এই সংখ্যাটা আরো বাড়তে পারে।

৪ নভেম্বর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১ জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেপ্তার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরবের শীর্ষ ধনী আল-ওয়ালিদ বিন তালালও ছিলেন। এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রিন্স মানসৌর বিন মুকরিন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি কর্মকর্তা বলেন,  মানি লন্ডারিং, ঘুষ, চাঁদাবাজি এবং ব্যক্তিগত লাভে সরকারি  সুবিধা গ্রহণের মতো অভিযোগ এনে তাদের ব্যাংক একাউন্টগুলো জব্দ করা হয়।

নতুন এই কমিটি যে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করতে পারে যুবরাজের নেতৃত্বাধীন এই কমিটি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে