বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ০১:৪৪:৩৮

‘আমাদের সঙ্গে লাগতে এসো না, পরিণাম ভালো হবে না’

‘আমাদের সঙ্গে লাগতে এসো না, পরিণাম ভালো হবে না’

নিউজ ডেস্ক : যে উত্তর কোরিয়ার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের দা-কুড়াল সম্পর্ক সেই উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলো ভ্রমণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সফর শেষ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া।

দুটি দেশেই তার বক্তব্যের মূলে ছিল উত্তর কোরিয়া ও দেশটির নেতা কিম জং উন। গতকাল সিউলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে বক্তৃতা দেন ট্রাম্প। এ সময় তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ করে হুমকি দেন, যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখো না। আমাদের সঙ্গে লাগতে এসো না। আর লাগতে এলে তার পরিনাম ভালো হবে না।

৩৫ মিনিটের বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন আগেরগুলোর থেকে অনেক আলাদা। আমাদের ছোট করে দেখার কোনো অবকাশ নেই।’ উত্তর কোরিয়ার বর্তমান কার্যক্রমকে ভুল আখ্যায়িত করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যে অস্ত্রগুলো আপনি দখলে আনছেন, তা আপনাকে মোটেও নিরাপদ করবে না। সেগুলো বরং আপনার দেশকে বিপদের মুখে ফেলছে।’

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘এই অন্ধকার পথে আপনি যতই পা বাড়াবেন, ততই আপনার বিপদ বাড়বে। উত্তর কোরিয়া, আপনার দাদার দেখা সেই স্বপ্নের দেশ না। এটি একটি জাহান্নাম, যেটি কারো নয়।’

এদিকে গতকাল চীন পৌঁছেছেন ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। -বিবিসি

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে