বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০১৭, ১১:১৭:১৩

‘ইসরাইল-যুক্তরাষ্ট্রকে বন্ধু ভেবে ভুল করছেন সৌদি যুবরাজ’

‘ইসরাইল-যুক্তরাষ্ট্রকে বন্ধু ভেবে ভুল করছেন সৌদি যুবরাজ’

নিউজ ডেস্ক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানকে বন্ধু না ভেবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে বন্ধু ভেবে ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

সৌদি প্রিন্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যদি মনে করেন ইরান আপনার বন্ধু নয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল আপনার বন্ধু, তাহলে আপনি ভুল করছেন। খবর দ্যা গার্ডিয়ান ও ডেইলি মেইলের।

বুধবার ইরানের সংসদে বক্তব্য দেয়ার সময় হাসান রুহানি সৌদি প্রিন্সের কড়া সমালোচনা করে এসব কথা বলেন।

সৌদি যুবরাজ বিন সালমানের উদ্দেশে তিনি বলেন, 'আপনি কেন সিরিয়া আর ইরাকের জনগণের প্রতি বিরূপ আচরণ করছেন? তাদের সঙ্গে কেন শত্রুতা করছেন? আপনি আইএসকে মদদ দিয়ে কেন সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন? আপনি লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে কেন হস্তক্ষেপ করছেন?'

উল্লেখ্য, শনিবার ইয়েমেন থেকে সৌদি বিমানবন্দরের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর সৌদি ক্রাউন প্রিন্স ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন। ইরান সরাসরি সামরিক আগ্রাসন চালাতে শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।

ক্রাউন প্রিন্সের এমন মন্তব্যের পর ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে বুধবার সংসদে এসব প্রতিক্রিয়া দেখানো হয়। রুহানি বলেন, মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নজির নেই। কিন্তু সৌদি আরব ইয়েমেনসহ অন্যান্য দেশে সেটা করার চেষ্টা করছে।

রুহানি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে প্রভাবিত করছেন। কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি শূন্য। ইসলামিক প্রজাতন্ত্র ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। তাই সৌদি আরব ইরানের কিছুই করতে পারবে না।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে