বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৩:৩৫:১৪

গোমাংসের পর টিপু সুলতান বিতর্কে উত্তপ্ত ভারত, নিহত ১

গোমাংসের পর টিপু সুলতান বিতর্কে উত্তপ্ত ভারত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : ‘টিপু সুলতান জয়ন্তী’ উদযাপনকে ঘিরে উত্তপ্ত কর্ণাটক। পাথরের আঘাতে মারা গেলেন এক বিশ্ব হিন্দু পরিষদ সমর্থক। আহত হয়েছেন অনেক পুলিশ কর্মীও। মহীশূরের ‘বাঘ’ টিপু সুলতানকে রাজ্যের আইকন হিসেবে তুলে ধরতে চাইছে কর্ণাটক সরকার। সেই উদ্দেশ্যে মঙ্গলবার রাজ্যজুড়ে সরকারের উদ্যোগে পালিত হয়েছে টিপু সুলতানের জন্মদিন। বিরোধিতায় সরব বিজেপি অনুষ্ঠান বয়কট করেছে। রাজ্যের খ্রিস্টানরাও অনুষ্ঠানের বিরোধিতা করে জানিয়েছে, মহীশূরের উপকূলবর্তী এলাকায় গির্জা ভাঙতে নির্দেশ দিয়েছিলেন টিপু। তার আমলে খ্রিস্টানদের অনেক হয়রানি করা হত। অনুষ্ঠানের বিরোধিতায় কোডাগু জেলায় বন্‌ধ ডাকে বেশ কিছু সংগঠন। সকাল থেকেই রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনের কর্মীরা। পরিস্থিতি সামলাতে প্রথমে পুলিশ লাঠি চালায় তারপর কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারিরা। এরমধ্যে পড়ে যান ভি এইচ পি কর্মী কুট্টাপ্পা। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এত কিছুর পরেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, জন্ম জয়ন্তী পালনে ভুল ছিল না। শান্তি বিঘ্নিত করতে কিছু মানুষ আইন–শৃঙ্খলার সমস্যা তৈরি করেছেন। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে