বুধবার, ১১ নভেম্বর, ২০১৫, ০৪:০৯:২১

হাতি চালে বাজার, কুত্তা ভাউকে হাজার : বিজয়ভার্গ্যের

হাতি চালে বাজার, কুত্তা ভাউকে হাজার : বিজয়ভার্গ্যের

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বলিউড তারকা শাহরুখ খানের বিরুদ্ধে বিজেপি নেতা কৈলাশ বিজয়ভার্গ্যের অপ্রীতিকর মন্তব্যের রেশ এখনো না যেতেই, এরই মধ্যে তিনি পাকড়াও করেছেন আরেক প্রবীণ বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে। এখনো রেশ কাটেনি বিজেপি’র গরু বিতর্কের, আর এবার মঞ্চ দখল করল কুকুর বিতর্ক। শত্রুঘ্ন সিনহাকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন নেতা বিজয়ভার্গ্য। বিহার নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দলটির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী শত্রুঘ্ন সিনহা দায়ী করেছেন প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন না দেয়ার বিষয়টিকে। বিহার নির্বাচনে দলীয় অন্তর্কোন্দল প্রসঙ্গে শত্রুঘ্ন এই অভিযোগের প্রেক্ষিতেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত বিজয়ভার্গ্য সোমবার তাকে কুকুরের সাথে তুলনা করেছেন। গাড়ির পাশে দৌড়াতে থাকা কুকুর মনে করে গাড়িটি তার পেছনেই ছুটছে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শত্রুঘ্ন সিনহার পরিচয়ে বিজেপি পরিচিত নয়, বরং তাকে রাজনৈতিক পরিচিতি দিয়েছেই বিজেপি, তাই তার উচিত দলের প্রতি বিশ্বস্ত থাকা।’ অবশ্য এর জবাব দিতে ছাড়েননি সিনহাও। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘হাতি চালে বিহার, ... ভাউকে হাজার।’ প্রসঙ্গত, ভারতে একটি জনপ্রিয় প্রবাদ হলো ‘হাতি চালে বাজার, কুত্তা ভাউকে হাজার।’ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘হাতি চলল বাজারে, কুকুর ঘেউ ঘেউ করে হাজারে।’ বিতর্কিত কথা বা কাজের জন্য তীব্র সমালোচিত হওয়ার পরেও তাতে গুরুত্ব না দেয়া ‘মোটা চামড়া’র, অর্থাৎ নির্লজ্জ ব্যক্তিকে বোঝাতে প্রবাদটি ব্যবহার করা হয়। এই প্রবাদকেই খানিকটা পাল্টে দিয়ে বিজয়ভার্গ্যের সমালোচনায় ব্যবহার করেছেন সিনহা। ১১ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে