শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭, ০৯:৩৩:০৬

বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার তৃণমূল কংগ্রেসের ৬ হাজার নেতা-কর্মী!

বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার তৃণমূল কংগ্রেসের ৬ হাজার নেতা-কর্মী!

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপিতে ঢুকেই সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দেখাতে শুরু করে দিয়েছেন মুকুল রায়। কাল রানি রাসমণির সমাবেশে প্রায় ৬ হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁরা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত।

দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, দুই মেদিনীপুর, দক্ষিণ কলকাতা থেকে তারা বিজেপিতে যোগ দেবেন। এর মধ্যে খাস দক্ষিণ কলকাতার তৃণমূলের সাধারণ সম্পাদক প্রীতম দত্ত সহ ২০০ জন বিজেপিতে নাম লেখাত পারেন বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই বিজেপির অন্দরে উদ্দীপনা তৈরি দিয়েছে।

তবে এবার থেকে বিজেপিতে যোগ দিলে লাগবে বিশেষ অনুমোদন। এজন্য বিজেপি একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে। তৃণমূল, কংগ্রেস ও সিপিএম থেকে আসতে চাওয়া কর্মীদের নামের একটি তালিকা এই কমিটিকে পাঠাতে হবে। কমিটি বিচার বিবেচনা করে দলে যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেবে।

তারপরই তারা বিজেপিতে যোগ দিতে পারবেন। এমনটাই জানা গেছে বিজেপি সূত্রে। এই উচ্চপর্যায়ের কমিটির মূল উপদেষ্টা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও মুকুল রায়।

কমিটির মূল কাজের দায়িত্বে আছেন দলের সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও বিশ্বপ্রিয় মজুমদার, সাধারণ সম্পাদাক সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরি।

সায়ন্তন বসু বলেন, “তৃণমূল, কংগ্রেস ও সিপিএম থেকে যে সব কর্মী বিজেপিতে আসতে চাইছেন, তাদের বিষয়ে দল আগে যাচাই করবে। তারপর তাকে বিজেপিতে নেওয়া হবে কি না সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে