শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৯:২৫:২১

ইরানে পালিয়ে গেছেন এক সৌদি প্রিন্স, আটক প্রিন্সেস !

ইরানে পালিয়ে গেছেন এক সৌদি প্রিন্স, আটক প্রিন্সেস !

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স তুর্কি বিন মোহাম্মদ বিন ফাহাদ দেশ থেকে পালিয়ে ইরানে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। যদিও এ খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি। এ দিকে রিম নামে এক সৌদি প্রিন্সেস গ্রেফতার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রিন্স তুর্কি সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের নাতি ও প্রিন্স আবদুল আজিজের ভাতিজা। শনিবার আবদুল আজিজ নিহত হন বলে খবর বেরোয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ থেকে পালিয়ে যান বলে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। অবশ্য পরে সৌদি কর্তৃপক্ষ আবদুল আজিজের নিহত হওয়ার খবর অস্বীকার করে। কিন্তু এখনো তার অবস্থান রহস্যময় হয়ে রয়েছে। তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না।

অনেক দিন ধরেই রাজপরিবারের সদস্যরা কঠোর নজরদারি ও ভ্রমণ নিষেধাজ্ঞার অধীনে থাকায় প্রিন্স তুর্কি কিভাবে পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ সুলতান নামে মধ্যপ্রাচ্যের রাজনীতিবিষয়ক একজন ভাষ্যকার এক টুইটার পোস্টে লিখেছেন, ইতোমধ্যেই ইরান রাজনৈতিক আশ্রয় দিয়েছে ওই প্রিন্সকে। এর আগে পুলিশের গুলিতে সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের ছোট ছেলে ও প্রিন্স তুর্কির চাচা প্রিন্স আবদুল আজিজের মৃত্যুর খবর প্রকাশ হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও সৌদি সরকার এ খবর অস্বীকার করেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একজন সাবেক এজেন্ট এই নিহতের খবর সত্য বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রিন্স তুর্কির ইরানে পালিয়ে যাওয়ার খবরের সততা মেলেনি। তবে দুই সাম্প্রতিক ঘটনা প্রবাহে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই প্রিন্সের মৃত্যুর খবরে বৈরী রাষ্ট্র ইরানে তার পালিয়ে যাওয়াকেও যুক্তিযুক্ত মনে করা হচ্ছে। অনেক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে সৌদি আরব ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

কয়েক বছর ধরে প্রতিবেশী রাষ্ট্র ইরানে প্রক্সিযুদ্ধও করছে দেশ দু’টি। এমন পরিস্থিতিতে কোনো সৌদি প্রিন্সের ইরানে রাজনৈতিক আশ্রয় নেয়ার খবর সত্যি হলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন করে নাড়া দিতে পারে। এ দিকে ইয়েমেনের ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের গঠিত হাউছি বিপ্লবী কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী হাউছি টুইটারে জানিয়েছেন, সৌদি রাজপরিবারের যেকোনো সদস্য নিরাপত্তার জন্য তাদের কাছে আসতে পারেন। তিনি লিখেছেন, ‘সৌদি রাজপরিবারের আমাদের বন্ধুরা কিংবা শাসক পরিবারের যেকোনো সদস্য, সরকারের রোষানলে পড়া দেশটির যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে নিরাপদে আশ্রয় দিতে প্রস্তুত আছি আমরা’।

এবার প্রিন্সেস আটক

পার্স টুডে জানায়, প্রিন্সদের ধারাবাহিকতায় এবার একজন আলোচিত সৌদি প্রিন্সেস বা শাহজাদি আটক হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার আল কুদস আল আরবি নামে সংবাদপত্র নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রিম নামে ওই প্রিন্সেসের আটক হওয়ার খবর জানায়।

পাশ্চাত্য জীবনযাপনে অভ্যস্ত রাজকন্যা রিম। কয়েক দিন আগে তার বাবা ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল আটক হন। সেই ধারাবাহিকতায় রিমকে আটক করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রিমকে আটক করে সৌদি সরকার। রাজপরিবারে তিনি প্রথম নারী, যিনি আটকের শিকার হলেন।-বিবিসি ও এক্সপ্রেস ট্রিবিউন
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে