শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৫:০৫:০০

সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার জড়ালো লাদেনের নাম!

সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার জড়ালো লাদেনের নাম!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজনৈতিক অস্থিরতায় এবার জড়িয়ে গেল ওসামা বিন লাদেনের নাম! দুর্নীতি, স্বজনপোষণ ও আরও নানা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের বেশ কয়েকজন রাজপুত্রকে।

রাজপরিবারের অনুমোদিত ঠিকাদারী সংস্থা চেয়ারম্যান বকর-বিন-আলদিনকেও এবার গ্রেপ্তার করা হল। অভিযোগ, লাদের জীবিত থাকার সময় তাকে অর্থ সাহায্য করেছিল বকর। এবং সেই অর্থ সে সরিয়েছিল রাজ পরিবারের তহবিল থেকে।

মক্কা ও মদিনায় নানা নির্মাণ কাজেও অর্থ সরানোর অভিযোগ রয়েছে বকরের বিরুদ্ধে। সব মিলিয়ে বকরের আর্থিক দুর্নীতির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি।

১৯৫০ সাল থেকে রাজপরিবারের হয়ে সমস্ত নির্মাণকার্যের ঠিকাদারির কাজ করছিল লাদেনের সত্‍ ভাইয়ের সংস্থা। রাজপরিবারের সঙ্গে বকরের অত্যন্ত সখ্য ছিল।

তবে, রাজপুত্র সালমান ক্ষমতায় আসার পরে দুর্নীতি রোধে ব্যাপক ধরপাকড় শুরু করেন। অন্য কয়েকজন রাজপুত্রের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মচারীকেও বরখাস্ত বা গ্রেপ্তার, কিংবা দুটোই করা হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে