শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৫:২৩:৩৬

‘আমার সম্ভ্রম নষ্ট করার পর ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হয়’

‘আমার সম্ভ্রম নষ্ট করার পর ভয় দেখিয়ে ধর্মান্তরিত করা হয়’

আন্তর্জাতিক ডেস্ক : হাদিয়া মামলার পর ফের ভারতে শিরোনামে কেরালা। সম্প্রতি ‘লাভ জেহাদ’ ইস্যুতে ভারত জুড়ে চলছে তরজা। তদন্তে নেমেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

এই প্রেক্ষাপটেই ফের কেরালায় প্রকাশ্যে এলো জোর করে ধর্মান্তকরণের এক চাঞ্চল্যকর ঘটনা। এবার কেরালা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ২৫ বছরের এক বধূ। ‘লাভ জেহাদের’ অভিযোগ এনে আদালতে নিজের বিয়ে খারিজ করার আবেদন জানিয়েছেন তিনি।

সদ্য আদালতে একটি পিটিশন দাখিল করে ওই মহিলা জানান, প্রেমের ফাঁদে ফেলে তার সঙ্গে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় অভিযুক্ত। তারপর ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিয়ে করে সে। অভিযোগ বারবার আপত্তি জানানো সত্ত্বেও বারবার তার সম্ভ্রম নষ্ট করা হয়।

তাকে বাধ্য করা হয় ইসলাম গ্রহণ করতে। এমনকী তাকে সিরিয়ায় নিয়ে গিয়ে ইসলামিক স্টেটের কাছে ...দাসী হিসেবে বিক্রি করার পরিকল্পনাও ছিল তার স্বামীর। তাই এই অভিযোগের ভিত্তিতে আদালতের কাছে তাদের বিয়ে খারিজ করে দেওয়ার আবেদন জানান নির্যাতিতা।

জন্মসুত্রে মালয়ালি ওই মহিলা আদতে গুজরাটের বাসিন্দা। পিটিশনে তিনি জানান, বেঙ্গালুরুতে পড়াশুনার সময় তার পরিচয় হয় অভিযুক্তর সঙ্গে। ক্রমশ আলাপ গড়ায় ঘনিষ্ঠতায়। তৈরি হয় শারীরিক সম্পর্ক। একসময় লুকিয়ে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বানায় ওই ব্যক্তি। তারপর ব্ল্যাকমেল করে তাকে বিয়ের জন্য বাধ্য করা হয়।

বিয়ের পর তারা সৌদি আরব চলে যায়। সেখান থেকে ৯ অক্টোবর সিরিয়া যাওয়ার মতলব করে তার স্বামী। সেখানেই আইএস জঙ্গিদের কাছে তাকে ...দাসী হিসাবে বিক্রির পরিকল্পনা ছিল তার। ওই কথা জানতে পেরেই গোপনে বাবা-মার সঙ্গে যোগাযোগ করে ৫ অক্টোবর আমেদাবাদ পালিয়ে আসেন ওই মহিলা।

আদালতকে নির্যাতিতা আরও জানান, কেরালায় ‘লাভ জেহাদ’ চালাচ্ছে ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ নামের একটি ইসলামিক সংগঠন। উল্লেখ্য, হাদিয়া মামলার পর কেরালায় ‘লাভ জেহাদের’ মামলায় তদন্ত শুরু করেছে এনআইএ। গোয়েন্দারা জানিয়েছেন, ওই রাজ্যে জোর করে ধর্মান্তকরণের প্রায় নব্বইটি মামলা প্রকাশ্যে এসেছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে