আন্তর্জাতিক ডেস্ক : একেবারে মুন্নাভাই এমবিবিএস৷ ডাক্তার হওয়ার জন্য মুন্নাভাই যেমন এন্ট্রাস পরীক্ষায় কানে ব্লুটুথ হেডসেট লাগিয়ে সমস্ত উত্তর জেনে নিয়ে লিখে পাস করে এসেছিলেন। ঠিক তেমনই।
মুন্নাভাই এমবিবিএস সিনেমার সেই দৃশ্য এবার বাস্তবে৷ পশ্চিমবঙ্গের মেদিনীপুর আদালতের গ্রুপ সিডি নিয়োগ পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন একাধিক পরীক্ষার্থী৷
কানে ব্লুট্রুথ ইয়ার ফোন লাগিয়ে বাইরে থেকে উত্তর জেনে সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার শর্টকাট বেছে নিয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী৷
কোনও ভ্রূক্ষেপ ছাড়াই চলছিল টুকলি৷ সুযোগ বুঝে ফোনে জেনে নিচ্ছিলেন প্রশ্নের সঠিক উত্তর৷ কিন্তু পরীক্ষকের নজর এড়ায়নি এই হাইটেক টোকাটুকি৷ ফলস্বরূপ, চাকরিপ্রার্থীদের স্থান হয় সোজা শ্রীঘরে৷
মেদিনীপুরের মোট তিনটি কেন্দ্র থেকে নকল করার অভিযোগে মোট ১০ জন পরীক্ষার্থীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ৷
এমটিনিউজ/এসএস