আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মায়ের গায়ের রং কালো হলেও শিশু পুত্রের রং কেন ফর্সা, তা নিয়ে আড়াইমাসের শিশুকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে।
দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের ১১ নম্বর ওয়ার্ডের ডক্টর এমএন সরকার রোড। বজবজ কুইন সিনেমা হলের কাছে ভাড়া থাকতেন শেখ ফিরোজ এবং তার স্ত্রী সালমা বিবি। শেখ ফিরোজ এলাকায় রিক্সা চালক হিসেবে পরিচিত।
আড়াই মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। কিন্তু শেখ ফিরোজ নিজে এবং তার স্ত্রী সালমা বিবির গায়েং রং কালো হওয়া সত্ত্বেও সন্তানের রং কী করে ফর্সা হল, তা নিয়ে প্রশ্ন জাগে। নিজের স্ত্রীর সঙ্গেও অশান্তিও হয় বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুসন্তানটি তার নিজের নয় বলে মাঝে মধ্যে প্রতিবেশীদের বলেও ছিলেন। এরপরেই সোমবার সকালে শিশুটিকে বাড়ির বিছানায় মৃত অবস্থায় দেখতে পান তার দাদু।
স্থানীয় বাসিন্দারা শেখ ফিরোজকে ধরে মারধর শুরু করে। থানায় খবর গেলে বজবজ থানার পুলিশ গিয়ে শেখ ফিরোজকে উদ্ধার করে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এমটিনিউজ/এসএস