মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭, ০৬:১২:৪০

মুসলিম নিরাপত্তারক্ষীতে আস্থা নেই পাক মন্ত্রীর, কারণ..

মুসলিম নিরাপত্তারক্ষীতে আস্থা নেই পাক মন্ত্রীর, কারণ..

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার দায়িত্বে চাই অমুসলিম নিরাপত্তা কর্মকর্তা। সম্প্রতি এমন অবাক করা দাবি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ।

মন্ত্রীর দাবি, তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে ইসলামি চরমপন্থীরা। তাই মুসলিম নিরাপত্তা কর্মকর্তাদের বলয়ে নিজেকে সুরক্ষিত মনে করছেন না তিনি। সানাউল্লার দাবি এখনো মানেনি সরকার।

বেশ কয়েকদিন ধরে সানাউল্লাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ইসলামি চরমপন্থী সংগঠন। এর পরই নিজের নিরাপত্তায় অমুসলিম নিরাপত্তারক্ষী নিয়োগের দাবি জানান তিনি।

যদিও তার দাবি এখনো মানেনি স্থানীয় প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সানাউল্লার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে।

সানাউল্লার দাবি, তাকে হিন্দু, খ্রীষ্টান, আহমদিদের তালিকা দিতে হবে পুলিশ সুপারকে। পুলিশ তাকে পছন্দসই নিরাপত্তারক্ষী না দেওয়ায় বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

সপ্তাহ কয়েক আগে এক টিভি সাক্ষাত্কারে সানাউল্লাহ দাবি করেন, মুসলিম ও আহমদিদের মধ্যে ফারাক আছে। এতেই ক্ষেপে ওঠে পাকিস্তানের চরমপন্থী মুসলিমরা। কারণ, রক্ষণশীল ইসলামের বিরোধিতা করেন সংশোধনবাদী আহমদিরা।
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে