বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৬:০৫:৩৭

অ্যাডাল্ট সিনেমা দেখতে গিয়ে ধরা পড়েছি : মনোহর পার্রিকর

অ্যাডাল্ট সিনেমা দেখতে গিয়ে ধরা পড়েছি : মনোহর পার্রিকর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বতর্মান গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর রাজনীতিতে নিজের স্বচ্ছ্ব ভাবমূর্তির জন্যই পরিচিত। তবে শিশুদিবসের অনুষ্ঠানে একটি স্কুলে গিয়ে ছোটবেলায় নিজের কীর্তির কথা স্বীকার করেই ফেললেন তিনি।

পানাজিতে শিশু দিবসে বর্তমান গোয়ার মুখ্যমন্ত্রী পার্রিকর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভাষণ দেওয়ার এক প্রশ্নের জবাবে নিজের কীর্তি কথা জানান তিনি। তিনি জানালেন, সদ্য যৌবনে পা দিয়ে তিনি অ্যাডাল্ট সিনেমা দেখতে গিয়ে প্রতিবেশীর হাতে ধরাও পড়েছেন।

মূখ্যমন্ত্রী বলেন, আমরা শুধু সিনেমা দেখতাম না। অ্যাডাল্ট সিনেমাও দেখেছি। তবে এখন টিভিতে যেমন খুল্লামখুল্লা সবকিছু দেখানো হয়, সেই সময়ে সিনেমা হলে গিয়ে এমনটা দেখতে হতো।

মনোহর পার্রিকর জানান, 'ছোটবেলায় একটি বড়দের সিনেমা খুব হিট হয়েছিল। আমি তখন সবে সাবালক হয়েছি। ভাইকে নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলাম। তবে সিনেমা দেখে বেরিয়ে স্বস্তি হয়নি। প্রতিবেশীর হাতে ধরা পড়ে গিয়েছিলাম।'

সিনেমা হলে মাঝের বিরতির সময় পার্রিকর লক্ষ্য করেন, পাশের সিটেই বসে রয়েছেন প্রতিবেশী একজন যিনি প্রতিদিন সন্ধ্যায় মায়ের সঙ্গে গল্প করেন। তা দেখেই সিনেমা হল থেকে পালিয়ে আসেন দুই ভাই। রাস্তায় আসতে আসতে ভাই অভদূত অভিনব রাস্তা বের করেন মায়ের বকা থেকে বাঁচার।

পার্রিকরের ভাই অভদূত মাকে জানিয়ে দেন তারা সিনেমা দেখতে গিয়েছিলেন। তবে তারা জানতেন না সিনেমাটি বড়দের জন্য। কয়েকটি দৃশ্য দেখে বুঝতে পেরেই হল ছেড়ে বেরিয়ে এসেছেন দুজনে। সঙ্গে এটাও জানান, প্রতিবেশীকেও সিনেমা হলে তারা দেখেছেন।

পরের দিন সেই প্রতিবেশী উত্‍সাহ নিয়ে মনোহরের মাকে সব ঘটনা বলতে এলে তিনি জানান, ছেলেরা সিনেমা হলে গিয়েছিল তা তিনি জানেন। উল্টে প্রশ্ন করেন প্রতিবেশী ওই ব্যক্তি কেন গিয়েছিলেন। যা শুনে আর কথা না বাড়িয়ে তিনি কেটে পড়েন। এমন গল্পই বলেছেন মনোহর পার্রিকর।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে