বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৯:৪০:০৬

সৌদির অবরোধ আমাদের চুলও স্পর্শ করবে না : কাতারি আমির

সৌদির অবরোধ আমাদের চুলও স্পর্শ করবে না : কাতারি আমির

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি জোটের অবরোধ চুলেরও স্পর্শ করতে পারবে না বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে। মঙ্গলবার কাতারের সংসদের উচ্চ কক্ষ শূরা পরিষদে দেয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সৌদি নেতৃত্বাধীন চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কয়েক মাস পর কাতারের আমির শূরা পরিষদে দেয়া বক্তৃতায় এ কথা বললেন। তিনি বলেন, “আমরা অবরোধের ভয় করি না তবে সতর্ক থাকতে হবে।”
শেখ তামিম জানান, তার সরকার কয়েকটি খাদ্য নিরাপত্তা প্রকল্প চালুর জন্য কাজ করছে এবং আরব মিত্রদের সহযোগিতা ছাড়াই ভবিষ্যতে পথ চলার জন্য পানির নিরাপত্তার জন্য বিশেষ মনযোগ দেয়া হয়েছে।

শেখ তামিম তার দেশকে আরও বেশি গণতান্ত্রিক করে তোলার বিষয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শূরা পরিষদের জন্য এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সদস্যরাই কেবল শূরা পরিষদে দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ পরিষদের ৪৫ মনোনীত সদস্য দায়িত্ব পালন করছেন। কাতারের শূরা পরিষদের এ অধিবেশনে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ বিঘিœত হওয়ার পাশাপাশি দেশটির বিমান যোগাযোগও ব্যাপক বাধার মুখে পড়ে।

এ পরিস্থিতিতে কাতারের পাশে দাড়ায় তুরস্ক এবং ইরান । অবরোধের পর থেকে ইরান ও তুরস্ক দোহাকে খাদ্য এবং জরুরি পণ্য সরবরাহ করে আসছে। সম্প্রতি স্পেনও খাদ্য সরবরাহ কার্যক্রমে যোগ দিয়েছে।-আল-জাজিরা , খালিজ অনলাইন, আনাদোলু এজেন্সি
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে