বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৪:১৭:৫২

টেক অফের সময় হঠাৎ বিমানে পাখির ধাক্কা, অতঃপর যা করলেন পাইলট...

টেক অফের সময় হঠাৎ বিমানে পাখির ধাক্কা, অতঃপর যা করলেন পাইলট...

আন্তর্জাতিক ডেস্ক :   সময়টা একেবারেই ভাল যাচ্ছে না দেশের বিমানসংস্থা ইন্ডিগোর ৷ দিল্লিতে যাত্রীকে মারধরের ঘটনার পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ঘটনা লেগেই রয়েছে সংস্থার ৷ এবার টেক অফের সময় হঠাৎ বিমানে পাখির ধাক্কা লাগে।

বুধবার গভীর রাতে (বৃহস্পতিবার) ইন্ডিগোর চেন্নাই থেকে দোহাগামী বিমানে ধাক্কা মারল পাখি ৷ রাত ২টো ১৫ মিনিট নাগাদ চেন্নাই থেকে টেক অফের সময় পাখির ধাক্কায় অতঃপর বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হন ইন্ডিগোর পাইলট৷ কাতারগামী ওই বিমানে ১৩৪ জন যাত্রীর পাশাপাশি ৭জন বিমানকর্মী ছিলেন বলে জানা যাচ্ছে৷

ঘটনায় বিমানের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে৷ কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে যাত্রীদের ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ অন্য বিমানে করে দোহা নিয়ে যাওয়া হয় ৷ রাত ২টো ১৫ মিনিট নাগাদ ১৩৪জন যাত্রী নিয়ে চেন্নাই বিমানবন্দর থেকে সবেমাত্র টেকঅফ করেছিল ইন্ডিগোর দোহাগামী বিমানটি। ঠিক সেই সময় বিমানে পাখির ধাক্কা লাগে। তড়িঘড়ি বিমানটিকে চেন্নাই বিমানবন্দরে ফিরিয়ে নামিয়ে আনেন পাইলট।  --নিউজ১৮

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে