বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৪:৫৮:৫৯

‘পাকিস্তানের কাছ থেকে কাশ্মির ছিনিয়ে আনার হিম্মত ভারতের নেই’

‘পাকিস্তানের কাছ থেকে কাশ্মির ছিনিয়ে আনার হিম্মত ভারতের নেই’

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের শান্তি ফেরাতে যখন পাক মদতপুষ্ট অস্ত্রধারীদের বিরদ্ধে অভিযানের তীব্রতা আরও বাড়াতে চাইছে ভারত সরকার, তখন ফের পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

তার বক্তব্য, পাকিস্তান এতটাও দুর্বল নয়, যে সে দেশের দখলে থাকা কাশ্মীরের অংশটি ভারত ছিনিয়ে নিতে পারে। ভারতের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন, ‘আর কতদিন আমরা বলব, যে পাক-অধিকৃত কাশ্মির আমাদের অংশ। বাস্তবে পাক-অধিকৃত কাশ্মির পাকিস্তানের। আর জম্মু ও কাশ্মির ভারতের।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কিন্তু দাবি করে এসেছে, গোটা কাশ্মিরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু ঘটনা হল, কাশ্মিরের একটি অংশ দখল করে রেখেছে পাকিস্তান। এই অংশটি পাক অধিকৃত কাশ্মির নামে পরিচিত। শুধু দখল করে রাখাই নয়, সেখানে রীতিমতো জঙ্গি শিবিরও চালায় পাকিস্তান।

সেই প্রসঙ্গ তুলেই বুধবার ফের ভারত সরকারকে বিঁধলেন ফারুক আবদুল্লাহ। উত্তর কাশ্মিরের উরিতে এক কর্মিসভায় তিনি বলেন, ‘আজ ভারত দাবি করছে, পাক-অধিকৃত কাশ্মির আমাদের অংশ। তাহলে ছিনিয়ে দেখাও। আমরাও দেখব। পাকিস্তান দুর্বল নয়। হাতে চুড়ি পরে বসে নেই। ওদের পরমাণু বোমা আছে। যুদ্ধের কথা ভাবার আগে আমাদের ভাবা উচিত, কীভাবে আমরা বাঁচব।’

শ্রীনগর থেকে ন্যাশনাল কনফারেন্সের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন ফারুক আবদুল্লাহ। দীর্ঘদিন কাশ্মিরের মুখ্যমন্ত্রী ছিলেন। এমনকী, কংগ্রেস জমা্নায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। গত সপ্তাহেই পাক-অধিকৃত কাশ্মির নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফারুক আবুদুল্লা। বলেছিলেন, পাক-অধিকৃত কাশ্মির পাকিস্তানেরই। যদি ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধও করে, তাহলেও পরিস্থিতি কোনও পরিবর্তন হবে না।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে