আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণের ঘটনায় মানুষ হতাহতের ঘটনায় শোক জানাতে গিয়ে টেক্সাসের হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
মঙ্গলবার এক টুইট বার্তায় শোক প্রকাশ করার সময় টেক্সাসের সাথে ক্যালিফোর্নিয়াকে গুলিয়ে ফেলেন তিনি। এর প্রেক্ষিতে পর্যবেক্ষকরা বলছেন, আগের করা আরেকটি টুইটবার্তা কপি-পেস্ট করে দিতে গিয়েই এই ঝামেলা পাকিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর নির্বিচার গুলিতে চারজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। এর কিছুক্ষণ পরই ট্রাম্প টুইট করেন, ‘ঈশ্বর টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের জনগণের সহায় হোক। এফবিআই এবং আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে গেছে। ’
এর আগে টেক্সাসের পৃথক আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় হুবহু একই টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই টুইট কপি পেস্ট করে ধরা খেয়েছেন প্রেসিডেন্ট।
এমটিনিউজ/এসএস