১ কোটি টাকার ৯টি তক্ষক আটক
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জলপাইগুড়ির ডুয়ার্সে ক্রমশ সক্রিয় হচ্ছে তক্ষক পাচার চক্র। নাগরাকাটার জলঢাকা ব্রিজে তক্ষক পাচার হচ্ছে এমন খবরে গতরাতে টিম নিয়ে অভিযান চালান বৈকুণ্ঠপুর বন দফতরের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
প্রায় ১ কোটি টাকায় ভুটানে ৯টি তক্ষক পাচার করা হচ্ছিল বলে বন দফতর সূত্রে খবর। এ খবর পেয়ে পিছু ধাওয়া করলে বন দফতরের কর্মীদের ঘিরে ফেলে চৌদ্দজন পাচারকারী।
হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। আহত হন এক বনকর্মী। বাকিরা পালালেও চার পাচারকারীকে ধরে ফেলে বনকর্মীরা। এই প্রথম একসঙ্গে এতগুলো তক্ষক উদ্ধার হলো জলপাইগুড়িতে।
১১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�