নিউজ ডেস্ক : বাংলাদেশ ভারতের জন্য বিপদজনক, ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তান, চীনের থেকেও বড় চ্যালেঞ্জ বাংলাদেশ। এমনই এক বিতর্কিত এই মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির।
বৃহস্পতিবার এই বিতর্কিত মন্তব্যটি করে দুই দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চেয়েছেন বলে মনে করছেন ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা। বণিকসভা অ্যাসোচেমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শুধু চীন–পাকিস্তান নয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ বাংলাদেশও। আমি এটা জানি। কারণ আমি খুব কাছ থেকে দেখেছি বিষয়টি। অবৈধ অনুপ্রবেশের ফলেই বাংলাদেশের থেকে ভারতের বড় ক্ষতি হতে পারে। আমাদের উন্নত প্রযুক্তি থাকার ফলে এখনও পর্যন্ত সব ঠেকানো গিয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চাইছে, তখন আগ বাড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেন এমন মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
এমটিনিউজ/এসবি