আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সাথে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে এরদোগান বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য যে মেগা প্রকল্প হাতে নিয়েছে দোহা তা বাস্তবায়নে বেসরকারি খাত থেকে সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে আংকারা। তিনি কাতারকে সবেেত্র বিশেষ করে শিল্প ও সামরিক খাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন। সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্রের সাথে যখন কাতারের চরম কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন কাতারকে এসব সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলো তুরস্ক।
কাতারের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, এরদোগান ও শেখ তামিমের মধ্যে অর্থনৈতিক পর্যটন ও গবেষণা সহায়তার জন্য কয়েকটি চুক্তি সই হয়েছে। কাতার সফরের আগে এরদোগান কুয়েত সফর করেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সাথে কাতারের মারাত্মক কূটনৈতিক সঙ্কট শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয়বার দোহা সফরে গেলেন।
মঙ্গলবার এরদোগান কাতারের রাজধানী দোহায় পৌঁছান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সাথে আলোচনা করেন। মাস খানেক আগে কাতারের আমির আংকারা সফর করেছিলেন এবং সে সময় দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। কাতার সফরের সময় এরদোগান তুর্কি-কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির তৃতীয় বৈঠকে যোগ দেন। বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হয়।-প্রেস টিভি
এমটিনিউজ২৪/এইচএস/কেএস