শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ০৯:৪৬:২৭

মুসলমানদের হুমকি দিয়ে বিজেপি নেতা ‘বিজেপিকে ভোট দিন, না হলে..’

মুসলমানদের হুমকি দিয়ে বিজেপি নেতা ‘বিজেপিকে ভোট দিন, না হলে..’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশে বিজেপিকে ভোট দিন। না হলে সমস্যায় পড়তে হবে। নির্বাচনী প্রচারে এই সুরেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে হুমকি দিলেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। তার নাম রঞ্জিত কুমার শ্রীবাস্তব।

উত্তরপ্রদেশের পৌর নির্বাচনে বারাবাঙ্কি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় এই বিজেপি নেতার স্ত্রী। ১৩ নভেম্বর স্ত্রীর হয়ে এক নির্বাচনী প্রচার সভায় গিয়ে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে হুমকি দিতে শোনা যায় রঞ্জিত কুমারকে।

তিনি হুমকি দিয়েছেন, 'বিজেপিকে ভোট দিন, না হলে সমস্যা ভোগ করুন। বিজেপিকে ভোট দিলে তবেই আপনাদের কাজ হবে। না হলে বিপদ অপেক্ষা করে রয়েছে। অনেক সমস্যা ভোগ করতে হবে।'

ওই সভায় দারা সিং চৌহান এবং রমাপতি শাস্ত্রী যোগী সরকারের দুই মন্ত্রী উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। যোগী মন্ত্রিসভার দুই মন্ত্রীর সামনে এমন হুমকি দেওয়ায় তা রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে।

যদিও রঞ্জিত কুমারের সাফাই, 'আমি কাউকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দিইনি। বিজেপিকে ভোট দিলে তারা সুখে-শান্তিতে এবং আনন্দে থাকতে পারবেন শুধু সেটুকুই বলেছি। একইসঙ্গে হিন্দু-মুসলিমদের ভোটব্যাঙ্কের দূরত্ব ঘোচাতে চেয়েছি।'

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে