আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতে রিখটার স্কেলের ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। শনিবার সকালে তিব্বতের নিয়েংচি প্রিফেকচারে ওই ভূমিকম্পটি আঘাত হানে। তিব্বতের ওই অঞ্চলটি ভারতের অরণাচল প্রদেশের সীমান্ত কাছাকাছি অবস্থিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে, চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি)।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত জিনহুয়া নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এই ভূমিকম্পের পর আরো একটি কম্পন অনুভূত হয় বেইজিংয়ের সময় সকাল সাড়ে ৮টায়। যেটি ছিল রিখটার স্কেলে ৫ মাত্রার। এটিরও উৎপত্তিস্থল ছিল তিব্বতে।
দ্বিতীয় দফার ওই ভূমিকম্পের গভীরতা ছিল ৬ কিলোমিটার।
তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস