আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মুর সভা থেকে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। কিছুদিন আগে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়।
উত্তরপ্রদেশের ওই বিজেপি নেতাকে মুসলিম ভোটারদের রীতিমতো হুমকি দিয়ে বলতে শোনা যায়, “আমার স্ত্রীকে ভোট দেবেন। নাহলে দেখিয়ে দেব।” আজ এই মন্তব্যের বিরোধিতায় সরব হলেন আবদুল্লাহ। খবর ইনাডু ইন্ডিয়ার।
আবদুল্লা বলেন, “ওরা বলছে, ভোট না দিলে দেখিয়ে দেব। আরে, এই ভারত তোমাদের বাবার নয়। হিন্দুস্থান সবার। হিন্দু, শিখ, মুসলিম, জৈন সবার। যার যেটা ধর্ম সেটা পালন করার অধিকার আছে। যার যাকে ভোট দেওয়ার ইচ্ছা সে তাকে ভোট দিতে পারে। কাউকে জোর-জবরদস্তি করা যায় না। কাউকে ভয় দেখিয়েও লাভ নেই। একটা পাকিস্তান তো বানিয়ে ফেলেছেন। আর কত পাকিস্তান বানাবেন ? ভারতকে আর কত টুকরো করবেন? একবার তো করেছেন। আর কোথায় কোথায় টুকরো করবেন?”
এদিকে, কিছুদিন আগেই আবদুল্লাহ মন্তব্য করেছিলেন, “পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ।” এ নিয়ে জলঘোলা কম হয়নি। আজ ফের একবার ওই বক্তব্যের পক্ষে সওয়াল করেন তিনি।
তিনি বলেন, “হ্যাঁ, আমি বলেছি। ওরা কি চুড়ি পরে বসে আছে? অ্যাটম বম ওদেরও আছে। তোমরা কি চাও আমরা ওদের হাতে প্রাণ দিই? তোমরা প্রাসাদে বসে আছো। আর গরিব মানুষের কথা ভাবো যারা সীমান্তে বসবাস করে। রোজ বোমার আঘাতে প্রাণ যায় যাদের।”
এমটিনিউজ/এসএস