আন্তর্জাতিক ডেস্ক : মা কাঁদছেন। বাবা করুণ আবেদন করছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কাশ্মীরের তরুণ ফুটবলার আর নিজেকে ঠিক রাখতে পারেননি। মায়ের কান্নার ভিডিও দেখে জঙ্গি-ফুটবলার নিলেন চমৎকার সিদ্ধান্ত। যোগ দিয়েছিলেন লস্কর-এ-তৈবা জঙ্গি সংগঠনে।
বাবা-মায়ের ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিলেন জঙ্গিদের সঙ্গে আর থাকবেন না। ২০ বছর বয়সি মাজিদ আর্শিদ খান মাঝরাতে আত্মসমর্পণ করলেন সেনা ছাউনিতে গিয়ে। দক্ষিণ কাশ্মীরের আওয়ান্তিপুরায় সেনা ভিক্টর ফোর্সের সদর দফতরের নিয়ে যাওয়া হয়েছে মাজিদকে। গত ১০ নভেম্বর ফেসবুকে পোস্ট করে মাজিদ জানিয়েছিলেন, তিনি লস্কর-এ-তৈবা জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছেন।
তার পরেই মাজিদের মা আয়েষা খান ছেলের উদ্দেশে আবেদন করেন, ‘‘ফিরে এস... ফিরে এসে আমাদের মেরে তার পরে চলে যেও। আমাকে কার কাছে রেখে গিয়েছ? অসুস্থ বাবার কথা ভেবে ফিরে এস।” মাজিদের মায়ের এই ভিডিওটিই ভাইরাল হয়ে যায় কাশ্মীর জুড়ে। মঙ্গলবার তাঁর বাবার একটি মৃদু হার্ট অ্যাটাকও হয়। আত্মসমর্পণের পরে পরিবারের একমাত্র সন্তান মাজিদকে মা আয়েষা ও বাবার সঙ্গে আলাদা করে দেখা করতে দেওয়া হয়েছে।
আপাতত তাঁকে সেনা শিবিরেই রাখা হবে। তবে মাজিদকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে জানিয়েছেন ভিক্টর ফোর্সের জিওসি মেজর জেনারেল বিএস রাজু।
সেনা ও কাশ্মীর পুলিশের আশা, এইরকম ভাবে যদি বাবা-মায়েরা জঙ্গি সংগঠনে যোগ দেওয়া ছেলেদের উদ্দেশ্যে আবেদন জানান, তা হলে মাজিদের মতোই অনেকে আবার মূলস্রোতে ফিরে আসতে পারেন। --এবেলা
এমটিনিউজ২৪/এম.জে/এস