আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি শনিবার ফ্রান্সে পৌঁছেছেন। স্ত্রী সঙ্গে থাকলেও ছোট দুই সন্তান সৌদি আরবেই রয়েছে।
সৌদি আরব পদত্যাগে বাধ্য করে সাদ হারিরিকে গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ ওঠার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের আমন্ত্রণে তিনি প্যারিস গেলেন। সেখানে তিনি ম্যাকরনের সঙ্গে বৈঠক করবেন।
অনেক বিশ্লেষক বলছেন, সাদ হারিরিকে নিয়ন্ত্রণে রাখতে তার দুই সন্তানকে নিজেদের কাছে রেখে দিয়েছে সৌদি রাজপরিবার। এ কারণে প্রকৃত ঘটনা আড়ালেই থেকে যাবে বলে তারা ধারণা করছেন।
হারিরি'র ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তার দুই সন্তান লুলওয়া ও আব্দুল আজিজের পরীক্ষা থাকায় তারা সৌদি আরবেই থেকে গেছে। হারিরি তার সন্তানদেরকে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়াতে চান না। সাদ হারিরির বড় ছেলে হুসসাম লন্ডন থেকে সরাসরি প্যারিসে গিয়ে বাবা-মার সঙ্গে দেখা করবে।-পার্সটুডে
এমটিনিউজ২৪/এইচএস/কেএস