আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গল প্রদেশের সংঘাতপূর্ণ এলাকায় দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে সংঘাতের প্রকৃত কারণ জানা না গেলেও একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, এক সিংহলিজ বৌদ্ধ ধর্মাবলম্বীর মোটরসাইকেলের ধাক্কায় এক মুসলিম নারী আহত হয়। ধারণা করা হচ্ছে ওই দুর্ঘটনার জেরে এই সংঘাতের ঘটনা ঘটেছে।
অন্যান্য প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সংক্রান্ত বিরোধের গুজব ছড়ানোর জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ি-মোটরসাইকেল পোড়ানোসহ বেশকিছু স্থাপনা ভাংচুর করা হয়েছে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শ্রীলংকার আইনশংখলা বিষয়ক মন্ত্রী সাগালা রত্নানায়েকে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে সতর্ক করেছেন। নিকটবর্তী এলাকায় তিন বছর আগেও এ ধরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় হাজার হাজার মুসলিম নাগরিককে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়।
এমটিনিউজ২৪/এম.জে/এস