আন্তর্জাতিক ডেস্ক : সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.০৷ আছড়ে পড়বে ভয়ঙ্কর সুনামি এমন সতর্কতা এলাকা জুড়ে জারি হয়েছে ।
স্থানীয় সময় সকাল ৯.৪৭মিনিটে এই কম্পন অনুভূত হয়৷ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে নিউ ক্যালেডোনিয়া লয়ালিটি দ্বীপে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল৷ উৎস্য থেকে ৩০০কিমি এলাকা পর্যন্ত এই সুনামির সতর্কতা জারি হয়েছে৷
নিউ ক্যালেডোনিয়া এবং ভানাতু এলাকায় এই সতর্কতা জারি হয়েছে৷ সমুদ্রের উপকূল থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷ এমনকি ট্যুরিস্টদেরকেও ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে৷
জানা গিয়েছে, আফটারশকে তারপরেও বেশ কয়েকবার কেঁপে উঠেছে অস্ট্রেলিয়া উপকূল৷ যদিও সেই কম্পনের তীব্রতা প্রথমবারের মতন না হলেও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/এস