আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে পালিয়ে আসাদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ ৩ দফা প্রস্তাব দিয়েছে চীন।
রোববার রাতে মিয়ানমারের নাইপিদোয় স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক শেষে, দ্বিপক্ষীয় সংবাদ সম্মেলনে প্রস্তাবগুলো তুলে ধরেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, চলমান সমস্যা সমাধানে রাখাইনে স্থায়ী অস্ত্রবিরতি, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ও বাংলাদেশ-মিয়ানমার আলোচনা চালিয়ে যেতে হবে বলে মত তুলে ধরেন তিনি।
একইসঙ্গে চীন-মিয়ানমার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের কথাও জানান ওয়াং ই। রোহিঙ্গা ইস্যুতে ২ দিনের বাংলাদেশ সফর শেষ করে আসেম-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষে মিয়ানমার সফর করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস